লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল বা নারী শক্তি বন্ধন অধিনিয়ম | বিলের পক্ষের ভোট দিলেন ৪৫৪ সংসদ |
প্রসঙ্গত, এ প্রসঙ্গে অমিত সাহ জানান, লোকসভা ভোটের পর ডিলিটেশন ও জন গণনা হওয়ার পর এই মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর হবে | সংসদের মহিলারা তাদের স্বর আরো জোরালো করতে পারবেন | পাশাপাশি তিনি আরো জানান, বিরোধীদের জন্য মহিলা সংরক্ষণ বিল রাজনৈতিক ইস্যু হতে পারে | কিন্তু বিজেপির জন্য তা একেবারেই নয় | এটা হল দেশের বিশাল জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া |

                                        
                                        
                                        
                                        
More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব