
দাদু হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী | শনিবার পরিবারে আসলো নতুন সদস্য | পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ঋদ্ধিমা ঘোষ | বাবা হলেন গৌরব চক্রবর্তী । কিছুদিন আগেই দেখা যায় বেশ ধুমধাম করে পালিত হয় ঋদ্ধিমার সাধভক্ষণ অনুষ্ঠান |
রবিবার ছেলের নাম জানালেন গৌরব – ঋদ্ধিমা | গত পহেলা বৈশাখের নতুন সদস্য আসার কথা সোশ্যাল মিডিয়া শেয়ার করেছিলেন তারা | ইন্ডাস্ট্রিতে “হ্যাপি কাপল” বলে পরিচিত তারা | দীর্ঘ সময় প্রেম করার পর একসঙ্গে গাছছড়া বাধেন এই দম্পতি | প্রেমের থেকে শুরু করে টলি পাড়ায় মিষ্টি জনপ্রিয় কাপল তারা |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির