চাঁদনী চকে অগ্নিকাণ্ড | মর্ডান স্ট্রিটের একটি বহুতলে হঠাৎই আগুন লাগে | কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ | এরপর খবর দেওয়া হয় দমকলের | ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন | দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় | তবে এই ঘটনায় হতাহতের কোন খবর নেই |
প্রসঙ্গত, শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্র চাঁদনী চক | সকাল থেকে দিনভর লেগেই থাকে বিভিন্ন মানুষের আসা যাওয়া | এখানে আশেপাশে বেশ কয়েকটি বহুতল অফিস রয়েছে | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মডার্ন স্ট্রিটের একটি বহুতল থেকে হঠাৎই আগুন বের হতে দেখেন স্থানীয়রা | এরপর খবর দেওয়া হয় পুলিশকে । পুলিশ এবং দমকরের তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ । জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের একতলায় একটি অফিসে আগুন লাগে |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী