September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ডিসেম্বরে হতে চলেছে টেট পরীক্ষা

গত বছরের মতো এবারও ডিসেম্বরে হতে চলেছে টেট পরীক্ষা । ২০২২ সালের শেষে টেট পরীক্ষা হয় | এরপর ২০২৩ সালে ১০ই ডিসেম্বর প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্ট হবে । বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত পরীক্ষার সময়সীমা | গতবারে কিছু কিছু নিষেধ আরোপ করা হয়েছিল | একই থাকবে সেই সমস্ত বিধি নিষেধ, এমনটাই জানা গিয়েছে ।

তল্লাশি, বায়োমেট্রিক, ক্যামেরা সার্ভিস, সবটাই আগের বছরের মতনই একই থাকবে । প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি জানান, “ওইমার যে আনসার শিট তার অরিজিনাল কপি বোর্ড নেবে | তবে ডুপ্লিকেট কপি এবং প্রশ্নপত্র বুকলেট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবে | বুধবার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে | বৃহস্পতিবার খবরের কাগজেও বিজ্ঞপ্তি দেওয়া হবে | এবং টেটের নিবন্ধীকরণ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটায় শুরু হবে” |