দীর্ঘ 12 বছর পর স্মৃতিতে হাত ধরে পর্দায় ফিরছে বাইশে শ্রাবণের চরিত্র প্রবির রায়চৌধুরী | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসছে “দশম অবতার” নিয়ে | যেখানে শেষ হয়েছিল ২২শে শ্রাবণ, সেই বসু বাটিতে সম্প্রতি লঞ্চ হয় দশম অবতারের লোগো | এদিন সেখানে হাজির ছিল গোটা টিম | প্রকাশে আসে এই ছবি প্রথম অফিশিয়াল মোশন পোস্টার | সেই পোস্টারে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যকে | তাদের খন্ড চিত্রের পাশে ভেসে উঠল বিষ্ণুর দশ অবতারের কথা |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী