
রাজ্যে বিদেশে বিনিয়োগ টানার লক্ষ্যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী | রাজ্যে ব্যবসা আনতেই স্পেন ও দুবাই যাচ্ছেন তিনি |
সুত্রের খবর, বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সম্মতি পেয়েছেন নবান্ন । অর্থাৎ আগামী ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রওনা হবেন স্পেনের উদ্দেশ্যে । পাশাপাশি দুবাইতেও যাবেন তিনি | ওই দুই দেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় | প্রসঙ্গত এর আগে একবার ২০২১ সালে নেপাল সফরের অনুমতি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে । তবে এবার অনুমতি দেওয়া হয়েছে স্পেন ও দুবাই যাবার জন্য | এর আগে সিঙ্গাপুর এবং লন্ডনে এই ধরনের সফর করেছেন মুখ্যমন্ত্রী | অন্যদিকে শিকাগো ও চীন সফরের ছাড়পত্র দেয়নি কেন্দ্র |
More Stories
সভামঞ্চ পরিদর্শনে এসে প্রধামন্ত্রীর নাম না করে তোপ দাগলেন তৃণমূল নেত্রী
ফের মেট্রো বিভ্রাট
কসবা কলেজে ‘গণধর্ষণে’র ঘটনায় মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু