বুধবার রাতে জানিয়েছিল রোভার প্রোগ্রাম কাজ করতে শুরু করেছে | সবকিছুই চলছে পরিকল্পনা মত | ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের মাটিতে ঘুরে ঘুরে বিভিন্ন খনিজ পদার্থের সন্ধান করছে প্রজ্ঞান | চাঁদের মাটিতে ল্যান্ড করার পর মসৃণ ভাবে বিক্রমের প্ল্যাটফর্মে নেমে আসে প্রজ্ঞান ।
এরপর বিভিন্নভাবে গ্রাউন্ডে সার্ভে করবে | কাজ শেষ করে ফিরে আসবে লেন্ডার বিক্রমের কাছে | এরপর আবারো বিক্রমের ভিতরে প্রবেশ করবে প্রজ্ঞন | আগামী ১৪ দিন সূর্যের আলোয় কাজ করবে প্রোগ্রাম আর, সেই সমস্ত তথ্য পাঠিয়ে দেবে অরবিটরে |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব