September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ইসরো বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান 3 | ভারত হয়ে উঠল একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ মেরু জয় করল। আজ সন্ধ্যে ছটার পর লেন্ডার বিক্রম চাঁদের মাটি ছুতেই আনন্দে লাফিয়ে উঠলেন ইসরোর রুমের উৎকণ্ঠে অপেক্ষমান বিজ্ঞানীরা |

প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, “দেশের মহাকাশ গবেষণার ইতিহাসে অভূতপূর্ব মুহূর্ত | এটা নয়া ভারতের রূপ। দেশের 140 কোটি মানুষের হৃদয় শক্তি যোগাবে এই মুহূর্ত | এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের আন্তরিক শুভেচ্ছা” । প্রসঙ্গত এর আগে চাঁদের বুকে অবতরণ করতে সফল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া | এবার সেই খাতায় নাম উঠল ভারতের | তবে ভারতের সাফল্য অন্য জায়গায় | এই প্রথম দুনিয়ার কোন দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সফল হলো |