November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

৭৭ বছরে পা দিল দেশের স্বাধীনতা

আজ ৭৭ বছরে পা দিল দেশের স্বাধীনতা। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপনে নানা অনুষ্ঠান। লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ থেকে কলকাতায় মুখ্যমন্ত্রীর পতাকা উত্তোলনের পাশাপাশি জেলায় জেলায় সকাল থেকেই বর্ণময় অনুষ্ঠান।

ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক রাষ্ট্রনেতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা জানিয়েছেন।

পাশাপাশি এদিন সকাল দশটা নাগাদ কলকাতা হাই কোর্টে পালিত হল স্বাধীনতা দিবস। এদিন পতাকা উত্তোলনের পর রেড রোড থেকে কৃতীদের হাতে পদক তুলে দেন মুখ্যমন্ত্রী।