যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শোকজ করলো শিশু সুরক্ষা কমিশন | প্রথম বর্ষের পড়ুয়ার স্বপ্নদ্বীপ কুন্ডুর অপমৃত্যুর ঘটনায় জোড়া চাপে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় | র্যাগিং নিয়ে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ ও ইউজিসি গাইড লাইন ঠিকমতো না মানার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শোকজ করেছে শিশু সুরক্ষা কমিশন |
প্রসঙ্গত, র্যাগিং এর কারণে বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের পড়ুয়ারা ট্রামার শিকার হচ্ছে | তারা নিরাপত্তা হীনতায় ভুগছে। শিশু সুরক্ষা কমিশন সাফ জানিয়ে দিয়েছে, “বিশ্ববিদ্যালয়ের সঠিক সময় উপযুক্ত ব্যবস্থা, না নেওয়ার কারণে হোস্টেল চত্বরে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে” |
এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ ধরিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন | প্রসঙ্গত গত রবিবার বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ঘুরে দেখেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সুদেষ্ণা রায় | কথা বলেন তিনি আবাসিকদের সঙ্গেও | এমনকি স্বপ্নদ্বীপের মামার বাড়িতে গিয়ে বাবা-মার সঙ্গে কথা বলে অনন্যা চক্রবর্তী চট্টোপাধ্যায় । এই ঘটনায় পক্স আইনে মামলা করার পক্ষেও সওয়াল করা হয়েছে | কারণ স্বপ্নদ্বীপের বয়স এখনো ১৮ হয়নি | তার বয়স ১৭ বছর ১ মাস অর্থাৎ সে নাবালক |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী