
Aedes aegypti mosquito pernilongo with white spots and white background
বাড়ছে মশার প্রকোপ | এই নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা | ডেঙ্গুর মরশুম আসতেই কপালে ভাঁজ পড়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের | কলকাতা পুরসভার তিন নম্বর তিন নম্বর বোরোর অধীনে রয়েছে ১৩ নম্বর ওয়ার্ড ।
সেখানে দিন দিন বেড়েই চলেছে মশার প্রকোপ | কেন্দ্রীয় সরকারের সংস্থা কোল ইন্ডিয়ার একটি গোডাউন রয়েছে ওই ওয়ার্ডে | সেখানে যাবতীয় পরিত্যক্ত রাখা হয় | সূত্রের খবর, ওই গোডাউন সহ বিশাল ফাঁকা অংশে বেহাল দশা । এর আগে বহুবার নোটিস পাঠিয়ে কোন কাজ হয়নি । পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেনি ওই গুদামে থাকা কর্মীরা । সেখানে রীতিমতো বৃষ্টির জল জমে মশার লার্ভা এবং মশার চারপাশে ভয়ংকর আকার নিয়েছে | জা নিয়ে চিন্তিত এলাকাবাসীরা |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়