September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মেয়ের হার্টে ফুটো, কান্নায় ভেঙে পড়লেন বিপাশা বসু

নভেম্বরের কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু | মেয়ের নাম রাখেনি দেবী বসু সিং গ্রভার | তবে সম্প্রতি জানা যাচ্ছে, মেয়ের হাটে দুটো ফুটো রয়েছে । কারণ সিং গ্রোভারের এবং বিপাশার সেই দুঃসহ দিনের অভিজ্ঞতার কথা বলতে বলতে চোখে জল আসে বিপাসার |

তিনি বলেন, “আমাদের সন্তানের জন্মের তিন দিনের মাথায় আমরা জানতে পারি যে আমাদের বাচ্চার বুকে দুটি ছিদ্র রয়েছে | আমি ভেবেছিলাম এটা শেয়ার করব না | কিন্তু আমি শেয়ার করছি | কারণ আমার মনে হয় অনেক মা আছেন যারা আমাকে এই যাত্রার সাহায্য করেছেন | সেই মায়েদের খুঁজে পাওয়া খুব কঠিন ছিল | যখন আপনি সন্তান জন্ম দেন তখন আপনি চান না যে আপনার সন্তানের সঙ্গে কিছু খারাপ হোক” | এরপর তিনি জানান,” বাচ্চা বড় হলে নিজের থেকে এই সমস্যা বন্ধ হয়ে যাবে এমনটাই ডাক্তার জানিয়েছিল | একটা অসম্ভব খারাপ সময়ের মধ্যে পার করেছি | আমরা পরিবারের সঙ্গে এই নিয়ে আলোচনা করিনি | হাসপাতাল থেকে বের হওয়ার সময় আমরা দুজনে চিন্তিত ছিলাম” |