
????
ধুমের সেই বাইকের ঝড় এবার টলিউডে | বারবারই নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী টলিউডের সুপারস্টার জিৎ | তবে এবার কল্পবিজ্ঞানের গল্প নিয়ে আসছে আগামী ছবি বুমেরং | সেই ছবিতে তুমুল গতিতে বাইক নিয়ে ছুটতে দেখা যাবে জিৎ কে |
ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে রুক্মিরী মৈত্রকে | এছাড়া ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরিশ ভট্টাচার্য সহ আরো অনেকেই | তবে শুধু বাইক নয়, এই প্রথম ছবিতে সিনেবট ক্যামেরা ব্যবহার করা হবে | এই ক্যামেরার গতি তীব্র | এই ক্যামেরায় শুটিং হওয়ায় দর্শকের অনেক কাছে পৌঁছে যাবে চরিত্ররা | এবং ক্লোজড শট নিতে সুবিধা হবে ।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির