ফের করোনায় মৃত্যু এক শিশুর | জানা গিয়েছে, শিশুর বয়স মাত্র ৭ মাস | বাড়ি চাকদাহের উত্তর ঘুগিয়া এলাকায় |
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন শিশুটি | এর আগে কলকাতার চিকিৎসাধীন ছিল সে | তবে এরপর কোভিড টেস্ট করা হলে সেই রিপোর্ট পজিটি আসে | এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় শিশুটির | ডেথ সার্টিফিকেটের মৃত্যুর কারণ হিসাবে লেখা হয় পালমোনারি টিউবারকিউলিসিস এর কথা |
প্রসঙ্গত, এখনো পর্যন্ত মেডিকেল কলেজে হাসপাতালে করোনাতে প্রাণ হারিয়েছেন তিনজন । স্বাস্থ্য ভবনের দাবি, আতংকের কিছু নেই | যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকেরই কোর্মবিউটি ছিল ।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি