September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কাবুলিওয়ালা চরিত্রে এবার দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে

কাবুলিওয়ালা চরিত্রে এবার দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে | সম্প্রতি পরিচালক সুমন ঘোষের ছবি কাবুলিবালাতে অভিনয় করছেন তিনি । এই খবর প্রকাশ্যে আসে সাম্প্রতি | মঙ্গলবার থেকে শুরু হয়েছে শুটিং । ইতিমধ্যে ছবির ফার্স্ট লুক প্রকাশে আসায় তা দ্রুত ছড়িয়ে পড়িয়েছে নেট পাড়ায় |

কাবুলিওয়ালার লুকে বেশ মানিয়েছে মিঠুনকে | প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম জনপ্রিয় ছোটগল্প কাবুলিওয়ালা। এবার সেই গল্প সিনেমায় নিয়ে আসছেন পরিচালক সুমন ঘোষ | বাংলাতে কিংবদন্তি ছবি বিশ্বাস এবং হিন্দিতে আইকনিক বলরাজ সহানিকে বহু বছর আগে দেখা গিয়েছিল এই চরিত্রে। আর এবার রবীন্দ্রনাথের অন্যতম কালজয়ী ছোট গল্প কাবুলিওয়ালার চরিত্র দেখা যাবে মিঠুন চক্রবর্তী কে |