আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য | তবে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন তিনি | শরীরে সোডিয়াম, পটাশিয়ামের, মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে | বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য |
এদিন হাসপাতালে বুদ্ধদেব বাবুকে দেখতে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা দাশগুপ্ত | হাসপাতাল থেকে বেরিয়ে এসে তিনি বলেন, “ওনাকে এসে দেখার খুব ইচ্ছে ছিল | খুব শ্রদ্ধা করি ওনাকে” |
মঙ্গলবার সকালে বেশকিছু রক্ত পরীক্ষা হয়েছে বুদ্ধবাবুর | সেই রিপোর্ট সন্তোষজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা । পাশাপাশি, চলছে পালমোনারি ফিজিওথেরাপি | তবে কাশি এখনো বন্ধ হয়নি । তাই তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছে বুদ্ধবাবুকে।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী