Aedes aegypti mosquito pernilongo with white spots and white background
গত বছর আছে ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গি | এবারে বর্ষার শুরুতেই ফের রাজ্যের ডেঙ্গি আক্রান্তের কথা শোনা যাচ্ছে | তবে এবার ডেঙ্গি ঠেকাতে প্লেটলেট ঘাটতি ঠেকাতে গাইড লাইন জারি করল স্বাস্থ্য দপ্তর । সেই গাইডলাইনে পাঠিয়ে দেওয়া হল ২৭ জেলা ও স্বাস্থ্য জেলার ৫৭ ব্লাড ব্যাংকে | এদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লে প্লেটলেটের অকাল দেখা দেয় | কেন এমনটা হয়? যদি রোগীর শরীরে প্লেটলেট কাউন্ট কমে যায় সেক্ষেত্রে প্লেটলেট দেওয়ার দাবি উঠে পরিস্থিতি মোকাবিলা এবার গাইড লাইন জারি করলো স্বাস্থ্য ভবন |
স্বাস্থ্য ভবনের তরফ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে,
‘রোগীর প্লেটলেট কাউন্ট ১০ হাজারের নীচে গেলে প্লেটলেট দেওয়া যাবে’ |
‘যেসব রোগীদের প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে, সেক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই’ |
‘কোন গ্রুপের প্লেটলেট প্রয়োজন, প্রেসক্রিপশনে উল্লেখ করতে হবে’ |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী