ইসরো এবার সূর্য মিশনে লঞ্চ করবে আদিত্য এল- এক নামক যান | সান – আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের লেগরেঞ্জ পয়েন্টে এক এর সন্নিহিত অঞ্চলে যাবে এই আদিত্য ।
প্রসঙ্গতা, ২০২০ সালে হওয়ার কথা ছিল | কিন্তু হয়নি | করোনা অতিমারির জন্য পিছিয়ে গিয়েছিল | এরপর ২০২৩ সালে আবার সূর্য অভিযানে প্রথম মিশন ভারতের । বর্তমানে হইহই চলছে চন্দ্রযান -থ্রি নিয়ে | আর এই আবহে এবার সূর্যতত্ত্ব জানতে আগামী ১৬ই আগস্ট তথা ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল -এক লঞ্চ হবে বলে জানা যাচ্ছে | দেখবে মহাকাশের আবহাওয়ার উপর কি কি প্রভাব ফেলে সূর্যের এই কর্মকান্ড |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি