হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখার্জি । জানা গিয়েছে, গত মাসের ২১ তারিখ থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি | জেনারেল ওয়ার্ডে থাকাকালীন অবস্থায় তার অবনতি হয় । সেই কারণেই ক্রিটিকাল ইউনিটের স্থানান্তরিত হয় তাকে । তবে এই মুহূর্তের তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে ।
তবে জানা গিয়েছে, এলার্জি সমস্যার কারণে প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী | এরপর টেস্টের পর জানা যায় তিনি সেলুলাইটিসের আক্রান্ত | শুরু হয় চিকিৎসা। তবে বর্তমানে তিনি ভালো আছেন বলে জানা গিয়েছে |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়