
পঞ্চায়েত ভোট শেষ | বিকেলে রাজভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল | তিনি জানান, “প্রতিদ্বন্দ্বিতা যদি বন্ধুত্বপূর্ণ হয়, তাহলে হিংসার সম্ভাবনা থাকে না | গণতন্ত্রের অগ্রগতিদের গঙ্গা নদীর গতিপথের সঙ্গে তুলনা করা যেতে পারে | রাজনৈতিক প্রথম পর্যায়ে হলো নির্বাচনী প্রচার | তারপর ভোট হয় | ভোটের সময় বিভিন্ন শাখা নদী মূল নদীতে মিশে | তেমনি বিভিন্ন রাজনৈতিক দল ও মূল্য দিতে মিশে, যেটা হল নির্বাচন ।
অর্থাৎ এখন বিভেদ বলে পশ্চিমবঙ্গের মানুষকে একই কাজ করতে হবে এমনই বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস | প্রসঙ্গত, মনোনয়ন পর্বে অশান্তির পর ভাঙ্গর ক্যানিং বাসন্তী এমনকি উত্তরবঙ্গ পর্যন্ত গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । হিংসা-কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি | এরপর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল । বৈঠক শেষে এদিন কলকাতায় ফেরেন রাজ্যপাল |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়