সম্প্রতি অপারেশন টেবিলে বসে গান গাইতে দেখা গেল জনপ্রিয় সংগীত শিল্পী সৌমিত্র রায়কে | তিনি হঠাৎই গাইতে শুরু করেন কান্দে শুধু মন কেন কান্দেরে |
সম্প্রতি সৌমিত্র তার ফেসবুক একটি ভিডিও পোস্ট করেছেন | সেখানেই তাকে দেখা যাচ্ছে অপারেশন থিয়েটারে চোখে ব্যান্ডেজ বাধা অবস্থায় | তবে চোখে ব্যান্ডেজ বেঁধেয় গলা ছেড়ে গান গাইছেন শিল্পী । সঙ্গে গানে তাল দিচ্ছেন চিকিৎসকরা । এই ভিডিও পোস্ট করে সৌমিত্র ক্যাপশনে লিখলেন ” চিকিৎসকদের জন্য গাইছি” |
সৌমিত্র এই ভিডিও দেখে হতভাগ অনুরাগীরা | সেখানেও বহু অনুরাগী কমেন্ট বক্সে লিখেছেন, চোখে অপারেশন হওয়ার পরও গান গাইছেন তিনি | একেই তো বলে হয়তো গান ভালোবেসে গান |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়