
প্রকাশ্যে এসেছে কঙ্কনা রানাউতের নতুন ছবি “তেজোসে” র নতুন পোস্টার | তবে পোস্টারের প্রকাশের পরই কঙ্গনা জানিয়েছেন, এই ছবি মুক্তি পেতে চলেছে অক্টোবর মাসের 20 তারিখে । এই ছবিতে যুদ্ধবিমান পাইলট এর চরিত্রে দেখা যাবে কঙ্কনাকে ।
তবে সুযোগ পেলে হৃত্বিক রোশনকে এক হাত নিয়ে ফেলেন কঙ্গনা | এবারও কিছুটা তেমনি ঘটলো | কারণ একই রকম এক গল্প নিয়ে হাজির হবেন হৃত্বিক রোশন | ছবির নাম “ফাইটার” | নিন্দুকিরা বলছেন একই ধরনের পোস্টার শেয়ার করে যেন ঋত্বিককে চ্যালেঞ্জ করলেন কঙ্কনা |
অন্যদিকে, ৪৭ তম জন্মদিনে সিনেমা প্রেমীদের সুখবর দিয়েছিলেন হৃত্বিক রোশন | জানিয়েছিলেন “ফাইটার” ছবি, সেই ছবির ফার্স্ট লুক প্রকাশে এনেছিলেন তিনি | তার পর থেকেই শুরু হয় চর্চা |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির