গত সপ্তায় জলপাইগুড়িতে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেখান থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার । সেখানে কোমরে ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী | এরপর কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান তিনি |
এবার তার অস্ত্র প্রচার হতে পারে বলে জানা যাচ্ছে | এ কথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তিনি জানিয়েছেন, “আমার আরো ৮ থেকে ১০ দিন সময় লাগবে | তারপর আমি বেরোতে পারব । তারপর আমার ছোটখাটো অপারেশন করতে হবে। আমার হাটুতে জোর লেগেছে” |
প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের আগে প্রচারে উত্তরবঙ্গে গিয়ে সেখানে কোমরে চোট পেলেন মুখ্যমন্ত্রী | তবে এতদিন বাড়িতে চিকিৎসা শুরু হয় । চলে ফিজিওথেরাপি | তবে এই ঘটনার পর আর কোথাও ভোট প্রচারে যেতে পারেনি তৃণমূল নেত্রী । তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীদের কটাকে জবাব দিয়ে তিনি বলেছেন, “আমার দুর্ঘটনা নিয়ে কুৎসা করে বেড়াচ্ছে বিরোধীরা” |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী