January 3, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনায় মৃত্যু মেক্সিকো ফেরত এক যাত্রীর

‘গ্র্যান্ড প্রিন্সেস’ নামে মার্কিন জাহাজের এক যাত্রী করোনার কবলে। এনিয়ে আমেরিকায় করোনার বলি ১১। সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ায় ‘জরুরি অবস্থা‘ জারি করেছে স্থানীয় প্রশাসন। আটকে দেওয়া হয়েছে হাওয়াই থেকে সান ফ্রান্সিসকোগামী ‘গ্র্যান্ড প্রিন্সেস’কে। জাহাজটির কেবিনেই আক্রান্তদের জন্য তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। এই পরিস্থিতিতে আতঙ্কের পারদ চড়ছে মার্কিন মুলুকে। জানা গেছে, গত মাসে ‘গ্র্যান্ড প্রিন্সেস’ নামের বিলাসবহুল জাহাজে সওয়ার হন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বছর একাত্তরের এক ব্যক্তি। প্রায় ২৫০০ যাত্রী নিয়ে হাওয়াই থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিল জাহাজটি। মাঝপথেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মেক্সিকো ফেরত ওই প্রৌঢ়। তড়িঘড়ি জাহাজ থামিয়ে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। তিনি মেক্সিকো থেকেই Covid-19 ভাইরাসে সংক্রমিত হন বলে অনুমান চিকিৎসকদের। যাত্রীদের সুরক্ষিত রাখতে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়েছে জাহাজটিকে। আপাতত জাহাজের কেবিনেই আইসোলেশনে রাখা হয়েছে অন্তত ১০ জনকে। Covid-19 পরীক্ষা করতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।