পাকাপাকি বর্ষা ঢুকে পড়েছে বঙ্গে। সাম্প্রতিক কালের মধ্যে ২৮ জুন বেশ ভারী বৃষ্টি হয়েছে কলকাতা ও সন্নিহিত অঞ্চলে। তবে বৃষ্টি নিয়ে, আবহাওয়া নিয়ে প্রতিদিনই নানা আপডেট থাকে। যেমন আজ, শনিবার বিকেলের ওয়েদার আপডেট বলছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে আর দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা-মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। একদিকে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় অপেক্ষাকৃতভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আংশিক মেঘলা থাকবে আকাশ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা