November 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কর্পোরেট ইন্টারনেট পরিষেবা ব্যাহত করতে উদ্যত স্থানীয় কেবল অপারেটর

নিজস্ব সংবাদদাতা : বিগত বেশ কিছুদিন ধরে স্থানীয় কেবল অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছিলো কর্পোরেট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির তার কেটে দেওয়ার। এর ফলে প্রচুর গ্রাহকদের পরিষেবা বারবার বিঘ্নিত গত ৩০শে জুন শুক্রবার কসবার বোসপুকুর অঞ্চলে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয় শুধুমাত্র কর্পোরেট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির তার কাটাকালীন। সেই ব্যক্তিকে নিকটস্থ কসবা পুলিশ থানায় নিয়ে গেলে, জিজ্ঞাসাবাদ করার সময় সে জানায় তাকে এই কাজ করার জন্য ৫০০ টাকার বায়না দিয়েছিলো ইজাজ নামের এক ব্যক্তি। ইজাজ নামের ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সে এই কাজের বরাত পেয়েছে শ্রীমতি জয়শ্রী মুখার্জি নামক এক স্থানীয় কেবল অপারেটরের থেকে। প্রসঙ্গত, উক্ত ব্যক্তি আকাঙ্খা নেট নামক একটি স্থানীয় কেবল সংস্থার কর্ণধার।অভিযোগ পেয়ে জয়শ্রী মুখার্জিকে ডেকে পাঠানো হয় কসবা পুলিশ থানায় এবং সূত্রের খবর অনুযায়ী শ্রীমতি মুখার্জি জিজ্ঞাসাবাদের মুখে অপ্রতিভ হয়ে পড়েন এবং সরাসরি অভিযোগের আঙ্গুল তোলেন কলকাতা পুরসভার দিক।তিনি বলেন শুধুমাত্র কর্পোরেট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির তার কাটতে তাকে পুরসভা থেকে নির্দেশ দেওয়া হয়েছ। এই কথার সত্যতা যাচাই করতে পুরসভায় যোগাযোগ করা হলে পুরসভা জানায় তাদের তরফ থেকে এরকম কোনো নির্দেশ কাউকে দেওয়া হয়নি। আপাতত পুরো ঘটনার নিয়ম মোতাবেক তদন্ত করছে কসবা থানা।