আবারো মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় | সংসারে আসছে নতুন সদস্য | একথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন শুভশ্রী |
কিছু দিন আগে সোশ্যাল মিডিয়া একটি ছবি পোস্ট করেন শুভশ্রী । সেখানে দেখা যায় ইউভানের পরনে সাদা টি-শার্ট | তাতে লেখা আছে “বিগ ব্রাদার” | খুশিতে লাফাচ্ছে ছোট্ট ইউভান | ছবির ক্যাপশনে লেখা, প্রমোশন হলো । দাদা হচ্ছে ইউভান | ছবিতে রাজ ও শুভশ্রীর হাত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না | ছবি পোস্ট হওয়া মাত্র সেখানে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সকলে | তিন বছরই দাদা হতে চলেছে ছোট্ট ইউভান |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়