
আগামী দু’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু’দিন পর থেকে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলা তার সঙ্গে সঙ্গে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়া দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সতর্কবার্তা হিসেবে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী পাঁচ দিনে দুই বঙ্গে এই তাপমাত্রা একই থাকবে। একটি নিম্নচাপ ওড়িশা-সংলগ্ন ঝাড়খন্ড এবং ছত্তীসগঢ়ের উপরে তৈরি হচ্ছে। তাই আজও মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ২৯ তারিখে যখন বৃষ্টির পরিমাণ কমবে তখন তাপমাত্রা সামান্য বাড়বে। কিছুটা অস্বস্তিও তৈরি হবে দক্ষিণবঙ্গে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন