
আজ অর্থাৎ সোমবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে সিইএসসির উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন অরূপ বিশ্বাস এবং বিদ্যুৎ সচিব শান্তনু বসু | দিন দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং | লোডশেডিংয়ের জ্বালায় নাজেহাল কলকাতাবাসি | আর এই কারণেই বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের তীব্র ক্ষোভের মুখে পড়লেন সিইএসসি আধিকারিকরা |
বিগত কয়েকদিন ধরে সিইএসসি’র অধীনস্থ কলকাতা, হাওড়া, শ্রীরামপুর, ব্যারাকপুর, দমদমসহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এর জন্য বেসরকারি বিদ্যুৎ সরবরাহ সংস্থা ভৎসনা করেন অরূপ বিশ্বাস | একইসঙ্গে সমস্যা সমাধানের পথ বাতলে দেন তিনি | সিইএসসি কর্তৃপক্ষকে টেকনিক্যাল টিম এবং ম্যানপাওয়ার বাড়ানোর জন্য নির্দেশ দেন বিদ্যুৎ মন্ত্রী |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়