
দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে রাজ্যে বর্ষার প্রবেশ। সাধারণত ১২ জুন কলকাতায় বর্ষা ঢোকার কথা ছিল। তবে ৭ দিন পর কলকাতায় বর্ষা প্রবেশ করল। উত্তরে দীর্ঘদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে ঠিক সেই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৯ থেকে ২২ জুন পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলায়। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা অত্যন্ত বেশি কারণ বর্ষা কেবল শুরু হয়েছে। আবহাওয়া দফতরের সবাইকে সাবধানে থাকার নির্দেশ।
মোটামুটি এই সময় বর্ষা ঢুকে যায় অন্যান্য বছর । কিন্তু এখন বিশ্বজুড়ে জলবায়ুতে নানা পরিবর্তন দেখা দিচ্ছে | যার ফলে পিছিয়ে যাচ্ছে বর্ষার আগমন | তবে এবার জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে 21ই জুন থেকে বঙ্গে বর্ষা প্রবেশ করা সম্ভাবনা রয়েছে ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়