December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গরমে ফিটনেস বজায় রাখতে ওয়ার্ক আউট করতে থামেননি হৃত্বিক রোশন

এই গরমে ফিটনেস বজায় রাখতে ওয়ার্ক আউট করতে থামেননি হৃত্বিক রোশন | ফ্যানেরা ডাকেন বলিউডের গ্রীক গড | সাম্প্রতিক ঋত্বিক রোশান তার instagram প্রোফাইল থেকে একটি ছবি শেয়ার করেছেন | সেখানে দেখা যাচ্ছে বাড়ির ছাদে সাইকেলিং করছেন হৃত্বিক রোশন | পরনে একটি জিন্সের প্যান্ট |

ছবি পোস্ট করে ক্যাপশনের ঋত্বিক লিখেছেন, “যখন দ্রুত মেদ ঝরানোর প্রয়োজন হয়, তখন সবচেয়ে ভালো কাজ করে ভিটামিন ডি | হলুদ রং নীল হয়ে যাওয়ার আগে শুষে নিচ্ছি” |

প্রসঙ্গত জানা যাচ্ছে, ত্বকের নিচে চর্বি কোষের উপর সূর্যালোকের প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে কানাডার অ্যালবার্ট বিশ্ববিদ্যালয় | সেখানে গবেষণা থেকে উঠে এসেছে, সূর্যের আলোর অভাবে মানুষের ওজন বাড়তে পারে | তাই সূর্যের আলোয় কোমর বেঁধে মেদ ঝরাতে নেমে পড়েছেন ঋত্বিক রোশন ।