এই গরমে ফিটনেস বজায় রাখতে ওয়ার্ক আউট করতে থামেননি হৃত্বিক রোশন | ফ্যানেরা ডাকেন বলিউডের গ্রীক গড | সাম্প্রতিক ঋত্বিক রোশান তার instagram প্রোফাইল থেকে একটি ছবি শেয়ার করেছেন | সেখানে দেখা যাচ্ছে বাড়ির ছাদে সাইকেলিং করছেন হৃত্বিক রোশন | পরনে একটি জিন্সের প্যান্ট |
ছবি পোস্ট করে ক্যাপশনের ঋত্বিক লিখেছেন, “যখন দ্রুত মেদ ঝরানোর প্রয়োজন হয়, তখন সবচেয়ে ভালো কাজ করে ভিটামিন ডি | হলুদ রং নীল হয়ে যাওয়ার আগে শুষে নিচ্ছি” |
প্রসঙ্গত জানা যাচ্ছে, ত্বকের নিচে চর্বি কোষের উপর সূর্যালোকের প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে কানাডার অ্যালবার্ট বিশ্ববিদ্যালয় | সেখানে গবেষণা থেকে উঠে এসেছে, সূর্যের আলোর অভাবে মানুষের ওজন বাড়তে পারে | তাই সূর্যের আলোয় কোমর বেঁধে মেদ ঝরাতে নেমে পড়েছেন ঋত্বিক রোশন ।
More Stories
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান
রোশান পরিবারের গল্প নিয়ে আসছে ‘দ্য রোশনস’
এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন শাহরুখ খান