
কলকাতা ডিভিশন বেঞ্চে নির্দেশিত ২০১৮ সালের ভাড়া বাড়ার তালিকা দিয়ে বাস চালিয়ে যেতে হবে বাস মালিকদের | এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি নিত্য যাত্রীদের | জানা গিয়েছে ফিরহাদ হাকিম পরিবহন মন্ত্রী থাকাকালীন দিল্লির একটি সংস্থার সঙ্গে ১১৮০ টি ব্যাটারি চালিত ই বাস কেনার ব্যাপারে রাজ্য সরকারের চুক্তি হয়েছিল | কিন্তু সেই সব যার জট কাটিয়ে এবার তা বাস্তবায়িত হওয়ার পথে |
পাশাপাশি জানা যাচ্ছে সিএনজি দাম ডিজেলের দামের থেকে কম | তাই ভাড়া একই রেখেও সাশ্রয় পায় কিছুটা বাড়বে বাস মালিকদের | এই ক্ষেত্রে অপপর্যাপ নিয়ে একটা সমস্যা হতে পারে | একটি বহুজাতি কোম্পানির সঙ্গে কথা বলে সিএনজি পাম্প এর সংখ্যা ন্যাশনাল ও স্টেট হাইওয়ে গুলিতে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়