বিগত বেশ কয়েকদিন ধরেই বাড়ছে তাপমাত্রা | অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী | তারই মধ্যে বাড়ছে লোডশেডিং | এবার এই ঘনঘন লোডশেডিং এর কারণ জানতে বিদ্যুৎ দপ্তরে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিদ্যুৎ বন্টন বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বললেন তিনি ।
প্রসঙ্গত খাস কলকাতাতেই রাতে ২ থেকে ৩ ঘন্টা বিদ্যুৎ থাকছে না | কোথাও কোথাও আবার লোডশেডিং হচ্ছে দিনের বেলাতেও | গ্রামের অবস্থা তো আরোই ভয়ংকর । তবে এদিন লোডশেডিং এর দায় নিতে রাজি নন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস |
সুত্রের খবর, মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি, “অনুমোদন ছাড়াই অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছেন বহু মানুষ | সাথে আগের তুলনায় বেড়েছে বৈদ্যুতিক যন্ত্রাংশের ব্যবহার | যার ফলে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে | ফলে ট্রান্সফরমারের উপর চাপ পড়ছে” ।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী