
রবিবারে যাত্রী থাকলেও ভোগান্তি মেট্রো ময়দান স্টেশনে | ডাউন লাইনে ফাটল ধরার ওই লাইনে ট্রেন চালানোর ঝুঁকি নেয়নি মেট্রো কর্তৃপক্ষ | সে কথা মাথায় রেখে বিকেল চারটের পর মহাত্মা গান্ধীর রোড ও টালিগঞ্জ স্টেশনের মধ্যে বন্ধ রাখা হলো মেট্রো পরিষেবা |
অন্যদিকে ফাটল মেরামতির জন্য রেলের গাড়ি এসে পৌঁছায় ময়দান স্টেশনে | রেল কর্মীরা যত দ্রুত লাইন মেরামতির কাজ শেষ করবেন তত তাড়াতাড়ি টালিগঞ্জ থেকে মহাত্মা গান্ধী পর্যন্ত রেল চলাচল শুরু করা যাবে |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন