
আজ বৃষ্টিতে ভিজলো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা | দুপুর থেকে আকাশে মেঘ দেখা যায় | এরপর বিকেল হতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে | শুক্রবার বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ১০ তারিখ থেকে জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে |
সপ্তাহের শেষে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ | আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুম বায়ু উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করবে | উত্তর-পূর্ব ভারতে বেশ প্রবেশ করার পরে তার 48 ঘন্টা পর পরিস্থিতির সহজ হবে | উপকূলবর্তী জেলা অর্থাৎ দুই মেদিনীপুর, ২৪ পরগনার কিছু অংশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহের শেষে | পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান বীরভূম হুগলি কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলি |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়