
Young man and heat stroke.
সকালেই আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছিল, তাপ প্রবাহের মতো পরিস্থিতি হবে। বিকেলই সেই কথাটা আরও সুনিশ্চিত করে জানিয়ে দেওয়া হল । দক্ষিণবঙ্গে আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি দুই-ই বাড়বে বলে জানান হয়েছে। তবে আগামী ৫ দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। পাশাপাশি লু পরিস্থিতির বদলে ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার পর্যন্ত চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়। সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও তাতে অস্বস্তি কমবে না। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে কলকাতাতেও। বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা