১০ বছর পূর্তির সেলিব্রেশন নিয়ে মগ্ন “ইয়ে জবানি হে দিবানি” তারকারা | দশ বছর পেরিয়ে এসেছে বন্ধুত্বের গল্প | আর সেই খুশিতেই আবার নয়না, বনি অদিতি এবং অভি এক ছাদের তলায় | সময় বদলে গেলেও এই ছবির চরিত্রগুলি আজও অনুরাগীদের স্মৃতিতে উজ্জ্বল |
তাই সময় বদলালেও বদলাইনে বন্ধুত্ব | চার বন্ধুর খুশির মুহূর্ত ক্যামেরাবন্দী করে পোস্ট করলেন ধর্ম প্রোডাকশন । ছবিতে চার বন্ধুকে মন খুলে হাসতে দেখা যাচ্ছে । সেখানে ছিলেন সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায় সহ রয়েছেন করণ জোহার । ছবি পোস্ট হওয়া মাত্রই নেটিজেনদের মধ্যে বন্যা বয়ে যায় কমেন্টের |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়