December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সত্যান্বেষীর ভূমিকায় দেব

‘প্রজাপতি’, ‘কাছের মানুষ’ সিনেমায় মিঠুন প্রসেনজিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দেব | এরপরে শোনা যায় ইন্ডাস্ট্রিতে নাকি প্রচুর রেষারেষি | কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয় |

পাশাপাশি জানা যায় নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব এবং সোহমকে | তবে অন্যদিকে জানা যাচ্ছে, এই বিষয়টা সম্পূর্ণ রটনা | দেব সোহমের মধ্যে এমন কোন চুক্তি নাকি হয়নি |

বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা গিয়েছে, আপাতত ঝাড়খন্ডে রয়েছেন দেব | সেখান থেকে শুরু হয়েছে ‘ব্যোমকেশ’ ও ‘দুর্গ রহস্য’ তৃতীয় পর্বে শুটিং | এবার প্রথমবার সত্যান্বেষের ভূমিকায় অভিনয় করছেন দেব |