
পরীক্ষার ২৬ দিনের মাথায় প্রকাশিত হলো রাজ্য জয়েন ফলাফল | মেধা তালিকার শীর্ষ রয়েছেন কলকাতার সাহিল আখতার | ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হয় | রাজ্যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড | এবছর জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল ৩০ এপ্রিল | দু দফার পরীক্ষা হয়েছিল পড়ুয়াদের । সেই পরীক্ষায় সকলকে পিছনে ফেলে সাফল্যের সাথে এগিয়ে গেলেন সাহিল |
তবে তার সাফল্যের পথে বাধা হয়নি শারীরিক অসুস্থতা | বরং ধারাবাহিক পরিশ্রমে এ বছর এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এর সকলকে পিছনে ফেলে দিয়েছেন সাহিল | ভবিষ্যতে অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করতে চান তিনি ।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়