
কয়েকদিন আগে হ্যাকারদের পাল্লায় পড়েছিলেন দেব | অনেক কষ্টে হ্যাকারদের থেকে মুক্তি পেয়েছেন তিনি | তবে এবার হ্যাকারদের থেকে মুক্তি পাওয়ার পরই চমক দিতে চলেছেন বলিউড সুপারস্টার |
এতদিন তো বাংলা ছবিতে বাংলা ভাষার সংলাপ বলতে দেখা গিয়েছে তাকে । কিন্তু এবার দেব প্রযোজনা সংস্থার youtube চ্যানেলে দেবে হাজির হচ্ছেন হিন্দি ছবিতে । যে ছবি দিয়ে হিন্দি সিনেমার কেরিয়ার শুরু করেন রুক্মিণী মৈত্র | তবে জানা যাচ্ছে দেবের একটি বাংলা ছবির ডাবিং এটি | সেই ছবি এবার নতুন মোড়কে নিয়ে আসবেন দেব | প্যান ইন্ডিয়া দর্শকের কাছে পৌঁছে যেতে ইউটিউবকে হাতিয়ার করলেন বাংলার সুপারস্টার |
More Stories
এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের
নেটিজেনদের সুখবর দিলেন যিশু সেনগুপ্ত
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’