December 24, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

টি-২০ বিশ্বকাপে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে শেফালি

বিশ্ব ক্রিকেটে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করল শেফালি বর্মা। পুরুষ ও মহিলা দল মিলিয়ে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে এই নজির গড়ল সে। মাত্র ১৬ বছর বয়সেই মিতালি রাজের মাইলস্টোন স্পর্শ করল শেফালি। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করে ৭৬১ পয়েন্টে র‍্যাঙ্কিংয়ের ১৯ ধাপ থেকে উঠে এসে এক নম্বরে পৌঁছে গিয়েছে শেফালি। যদিও তার আগে শীর্ষে ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটসের।

গত বছর সেপ্টেম্বরে সুরাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টির বাইশ গজে অভিষেক হয় শেফালির। তবে তারপর আর ঘুরে তাকাতে হয়নি। ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ৪৮৫ রান। গড় ২৮.৫২। তার খাতায় রয়েছে জোড়া অর্ধ-শতরানও। চলতি বিশ্বকাপেও একই ছন্দে দেখা গিয়েছে তাকে। গ্রুপ পর্বের চার ম্যাচে শেফালির সংগ্রহ ১৬১ রান ও গড় ৪০.২৫।

শুধু তাই নয় নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রতিটি দলের বিরুদ্ধেই ওপেনার হিসেবে নেমে রান পেয়েছে সে। অপরাজিত দল হিসেবে ভারতের সেমিফাইনালে ওঠার অন্যতম কান্ডারি যে শেফালি তা মনে করছেন ক্রিকেট প্রেমিরা।