
আজ টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যবাসীর কাছে ১০ কোটি বেশি পরিষেবা পৌঁছে দিতে পেরেছে সরকার | এই সংখ্যায় প্রমাণ করে দিচ্ছে কিভাবে তৃণমূল স্তর পর্যন্ত বিনা মূল্যে সরকারি পরিষেবা প্রদানের বদ্ধপরিকর প্রশাসন” |
প্রসঙ্গত ২০২০ সালে যাত্রা শুরু হয় বাংলার সহায়তা কেন্দ্রের | মাত্র তিন বছরের মধ্যেই বৃহৎ হয়েছে এই পরিষেবা | 10 কোটি মাইলস্টোন পেরিয়ে নজির গড়েছে তারা | মুখ্যমন্ত্রীর আসা এভাবে মানুষকে পরিষেবা দিতে চালিয়ে যাবেন তার কর্মীরা | আগে যেখানে সরকারি পরিষেবা পেতে অনেক ছোটাছুটি করতে হতো এখন সেখান থেকে অনেক সুবিধা মিলেছে । দুয়ারে সরকার পরিষেবার মাধ্যমে মানুষের হাতের কাছে এসে গিয়েছে যে কোন সরকারি পরিষেবা | আর এই পরিষেবার খুশি আমজনতা |
More Stories
পূর্বাভাস সত্যি করে ফাল্গুনে বৃষ্টি
ট্যাংরার শীল লেনে হাড়হিম কাণ্ড, ঘর থেকে উদ্ধার একই পরিবারের ৩ সদস্যের রক্তাক্ত দেহ
কলকাতার ঐতিহ্য ট্রাম বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার