March 12, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

১০ কোটির বেশি পরিষেবা পৌঁছে দিয়েছে আমজনতার কাছে, খুশি মুখ্যমন্ত্রী

আজ টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যবাসীর কাছে ১০ কোটি বেশি পরিষেবা পৌঁছে দিতে পেরেছে সরকার | এই সংখ্যায় প্রমাণ করে দিচ্ছে কিভাবে তৃণমূল স্তর পর্যন্ত বিনা মূল্যে সরকারি পরিষেবা প্রদানের বদ্ধপরিকর প্রশাসন” |

প্রসঙ্গত ২০২০ সালে যাত্রা শুরু হয় বাংলার সহায়তা কেন্দ্রের | মাত্র তিন বছরের মধ্যেই বৃহৎ হয়েছে এই পরিষেবা | 10 কোটি মাইলস্টোন পেরিয়ে নজির গড়েছে তারা | মুখ্যমন্ত্রীর আসা এভাবে মানুষকে পরিষেবা দিতে চালিয়ে যাবেন তার কর্মীরা | আগে যেখানে সরকারি পরিষেবা পেতে অনেক ছোটাছুটি করতে হতো এখন সেখান থেকে অনেক সুবিধা মিলেছে । দুয়ারে সরকার পরিষেবার মাধ্যমে মানুষের হাতের কাছে এসে গিয়েছে যে কোন সরকারি পরিষেবা | আর এই পরিষেবার খুশি আমজনতা |