যাত্রার দ্বিতীয় দিনেই বিপত্তি | প্রাকৃতিক বিপর্যয়ের জন্যই মাঝপথে বিকল হয়ে পড়লো বন্ধে ভারত | দু’ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরই একই জায়গায় দাঁড়িয়ে সেমি হাইস্পি ট্রেনটি | নিভে যায় কামরার আলো | ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের |
ট্রেনটি তখন দুলাখপাটনা ও মঞ্জুরী রোড স্টেশনের মাঝে বৈতরণী নদী পার হচ্ছিল | তখনই একটি গাছের ডাল ওভারহেডের তারে পড়ে | যার জেরে তার ছিড়ে যায় | ফলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় ট্রেনটি কিন্তু তৎক্ষণাৎ রেল কর্মীরা মেরামতির কাজ শুরু করেন |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি