
Aedes aegypti mosquito pernilongo with white spots and white background
ফের চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গুর সংক্রমণ | বাড়ছে বর্ষার জল জমা | ফলে বাড়াবাড়ি হয় ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের | কিন্তু এবার ডেঙ্গুর ঘটনা যাতে বাড়াবাড়ি না হয় তার জন্য আগে থেকে কোমর বেঁধে নেমে পড়েছে স্বাস্থ্য দপ্তর |
মে থেকে নভেম্বর পর্যন্ত টানা মশাবাহিত রোগ নিয়ে প্রচার চালানোর পাশাপাশি বাড়ি বাড়ি সমীক্ষা লার্ভা নিধনের জন্য পরিকল্পিত বাজেটের বাইরে প্রায় ৮ কোটি টাকা মঞ্জুর করল রাজ্য সরকার | ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল কর্মসূচির তথ্য দেশে প্রথমেই পশ্চিমবঙ্গ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়