November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

“সব ঠিক হয়ে যাবে”, মেয়েকে আশ্বাস অনুব্রতর

গত বছর আগস্টে বোলপুরের নিচু পট্টির বাড়ি থেকে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল | আসানসোল বিশেষ সংশোধনাগরের পর এখন তার বর্তমান ঠিকানা তিহার জেল | তার গ্রেফতারের আট মাস পর গ্রেফতার হন তার কন্যা সুকন্যা |

তবে এবার তিহার জেলেই দ্বিতীয়বার মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন অনুব্রত মন্ডল | সূত্রের খবর আধঘন্টা কথা হয় দুজনের | মেয়েকে দেখে কান্না ভেঙে পড়েন তিনি | অনুব্রত মেয়েকে বলেন, “তোর দিল্লি আসা উচিত হয়নি” | উত্তরে সুকন্যা বলেন, “বারবার নোটিশ পাঠিয়েছিল আমায় | কি করতাম, বাধ্য হয়ে দিল্লি আসতে হলো” | এরপরই কান্না ভেজা চোখে মেখে আশ্বাস দিন অনুব্রত | তিনি বলেন, “চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে” |