
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর SST দুর্নীতি মামলায় নজির বিহীন রায় | তার নির্দেশে বাতিল ৩৬ হাজার প্রশিক্ষণ হীন প্রাথমিক শিক্ষকের চাকরি | এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা |
এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী চক্রবর্তী জানিয়েছেন, “বেআইনি পথে চাকরি না হলে চাকরি হারানোর ভয় থাকত না কারো | চাকরিহারা 36 হাজার জনকে পরবর্তীকালে চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের নেওয়া উচিত” । এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জানান, “তৃণমূল সকলের প্রতি ন্যায় বিচার চায় | জেদা জেদি করতে গিয়ে কিংবা টেকনিক্যাল কোন সমস্যার জন্য অনেকে অনিশ্চয়তার ফলে ফেলে দেওয়া কতটা জরুরি তার পুনঃ নির্বাচনে প্রয়োজন রয়েছে” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়