গরু পাচার মামলার ধৃত অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে বর্তমানে রয়েছেন তিহার জেলে | তবে এবার বারবার মেয়ের জামিনের আর্জি জানিয়েছেন তিনি | আগামী ১২ই মে ওই মামলার শুনানি | অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, “ঈশ্বর যেন বেল দিয়ে দেন” |
পাশাপাশি অনুব্রত মণ্ডলের সঙ্গে তার মেয়ের কথাবার্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, “বাবা মেয়ের মধ্যে যা কথা হয় তাই হয়েছে” | পাশাপাশি তিনি জানিয়েছেন, “শরীর খুব খারাপ | বুকে ব্যথা | শ্বাসকষ্ট” | সেই কারণে সংশোধনাগার পরিবর্তন করতে চাইছে | পাশাপাশি জেলের বাইরে শারীরিক কারণ নিয়ে চিকিৎসকদের পরামর্শ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব