
এ বছর ভারত থেকে সেরা মৌলিক গান ক্যাটাগরিতে অস্কারের জন্য নমিনেশন পেয়েছে নাটু নাটু গানটি | এই গানের হাত ধরে এ বছর ভারত পৌঁছে গেছে অস্কারের দরজায় |
সম্প্রতি বলিউড আইকন লরেন গডলিভ তার ইনস্টাগ্রাম একটি পোস্ট করেন | তার পোস্টের মাধ্যমে জানা যায়, এই বছর অস্কারে নাটু নাটু গানে পারফর্ম করবেন তিনি | লরেন পেশায় একজন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী | লরেন ক্যাপশনে লিখেছেন, “বিশেষ খবর, আমি অস্কারের নাটু নাটুতে পারফর্ম করছি | আমি বিশ্বের সবথেকে মর্যাদা পূর্ণ অনুষ্ঠানে ভারতে প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত | আমার সৌভাগ্য কামনা করুন”।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির