
আগামী সপ্তাহে বদলাবে আবহাওয়া | বসন্তে বাতাসে উষ্ণতা বেড়েই চলেছে | তবে তীব্র উষ্ণতার মাঝেও কিছুটা হলে এবার মুক্তি মিলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর | কালবৈশাখীতে ভিজতে পারে রাজ্যে একাধিক জেলা এমনটাই পূর্বাভাস ।
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা | বেলা বাড়তে মিলেছে রোদের দেখা | তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর | উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়