শ্বাসনালিতে বেলুন আটকে সাত বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের দিগম্বরপুরে। মৃত শিশুর নাম শুভজিৎ। সূত্রের খবর, গ্রামের চণ্ডী ও শীতলা পুজো উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল শুভজিৎ।
জানা গিয়েছে, ঘটনার দিন সকালে বাবার থেকে টাকা নিয়ে মামার বাড়ির বন্ধুদের সঙ্গে খেলতে বেড়িয়ে যায় সে। এরপর সেখানকার একটি দোকান থেকে সকলে মিলে চিপসের প্যাকেট কেনে। সেই চিপসের প্যাকেট থেকে প্রত্যেকেই কোনও না কোনও খেলনা পায়। শুভজিতের চিপসের প্যাকেটে বেলুন ছিল। আর খেলার ছলে সেই বেলুন আচমকা ফেটে যায়। এরপর ফেটে যাওয়া বেলুনের একটি টুকরো তার শ্বাসনালিতে আটকে যায়। বারবার সেই আটকে যাওয়া বেলুনটি বার করার চেষ্টা করতে থাকলেও ব্যার্থ হয় শুভজিৎ। এরপর ঘটনার কথা তার পরিবারের কাছে পৌছালে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই ডাক্তার তাঁকে মৃত বলে নিশ্চিত করেন।
জানা গিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানান স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে শিশুটির। যদিও ঘটনার পর শোকের ছায়া নেমে পড়ে শিশুটির পরিবারের সদস্যদের মধ্যে।